আমি আসলে বাংলাদেশ এর আইন তেমন জানি না। বিদেশ এ টাকা পাঠাতে হলে কিভাবে পাঠাতে হয় তা নিয়ে আমার কোনো ধারনা নেই। তবে এই নিউজে যেটা বলা হচ্ছে হাওয়া, সেটা কি আসলেই হাওয়া? ব্যাপারটা তেমন না ও হতে পারে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলো পন্য রপ্তানির যে ডলার গুলো দেশে আসে, সেগুলোর রেট খুব ১০৬-১০৭ টাকা করে দিয়ে থাকে। কিছু কিছু কোম্পানি অন্য চ্যানেলেও পেমেন্ট নিয়ে থাকতে পারে যেটা বাংলাদেশে বৈধ নয়।
একটা ব্যাপার আমার জানার আগ্রহ আছে। ধরেন আমি প্রোডাক্ট তৈরী করেছি এবং আমি সেগুলো বিদেশে বিক্রি করে আমি সেখানেই জমি কিনবো বা ইনভেষ্ট করবো। সেটা পাচার হবে কেনো? সেগুলো তো আমার নিজের টাকা। বাংলাদেশের আইন এটা নিয়ে কি বলে?