Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 05/09/2023, 10:20:12 UTC
বিটকয়েনের টাকায় অপারেশন
শুনতে অড লাগলেও বাস্তবেই এই ফোরাম অনেক মানুষের জীবনে কতটা সহায়ক হয়েছে আমরা হয়ত চিন্তাও করতে পারছি না। সিগ্নেচার ক্যাম্পেইন অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছে। অনেক স্টুডেন্ট তাদের পড়াশুনার ফি দিয়েছে এই সিগ্নেচার ক্যাম্পেইন থেকে। কয়েকদিন আগে একজন বলল। আমার নিজের ক্ষেত্রেও একই। আমি যখন এমবিএ করছিলাম তখন আমি একটা প্রাইভেট কম্পানিতে জব করি। তারা যে স্যালারি দিত সেটা দিয়েই আমার নিজের খরচও ঠিক মত হত না। সিগ্নেচার ক্যাম্পেইন এ পুরো মনোযোগ দিয়ে জব ছেড়ে দিয়েছিলাম। এমবিএ শেষ করা পর্যন্ত আর জবে জয়েন করি নি।
এইরকম হাজারও মানুষ আছে যাদের ভাগ্যই বদলে দিয়েছে এই ফোরামের সিগ্নেচার ক্যাম্পেইন।
সিগ্নেচার ক্যাম্পেইন এর জন্য ফোরামের মান কমে যাচ্ছে এইটা ঠিক, কিন্তু আমার মনে হয় এডমিন থিমস শুধু মানুষের কথা ভেবেই সিগ্নেচার অফ করছে না। না হলে হয়তবা অনেক আগেই বন্ধ করে দিত।