Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 05/09/2023, 10:38:47 UTC
⭐ Merited by HelliumZ (1)
বিটকয়েনের টাকায় অপারেশন




বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।

শুনে আসলেই ভালো লাগলো ভাই। আসলেই মন থেকে বলতেছি। বিটকয়েন বা ক্রিপ্টো যাই বলেননা কেনো এগুলো যে আমাদের কি পরিমাণ সাহায্য করেছে তা হাতে গোনার বাহিরে। বলে শেষ করা যাবে না  আপনার তো করোনার কথা অবশ্যই মনে আছে! তখন কি ই না খারাপ অবস্থা চলছিল সবার, চাকরি নাই, টাকা নাই, চিকিৎসা করাতে পারেনা আরো কত কি! ফ্যামিলিতে কারোর জবও ছিলনা তখন। কেমন একটা অবস্থা। পরে বিটকয়েনের বৈদলতে সব ঘুরে দাড়ায়। আমার এক বড় ভাই আছে তারও এমন অবস্থা ছিল। করোনা সময়। শুধুমাত্র ক্রিপ্টের জোড়ে এতদূর চলে আসছে। সে মাএ অনার্স শেষ করা ছাএ। নিজের টাকায় ২ তালা ভিটের ছাদের বাড়ি বানাইছে, সম্পূর্ন নিজের খরচে কল বসাইছে, জমি কিনছে, খামার করতেছে, মোটরসাইকেল কিনার চেষ্টা করতেছে, বিয়ে সাদিও করে ফেলেছে। একাই সব সামাল দিতে সক্ষম। একেবাকে ঘুরে দাড়ানো অবস্থা। কি আর বলবো ভাই। আপনার জন্য শুভ কামনা আর ভাবী যেন তাগাতাড়ি সুস্থ হন এই চাই। আর আমাদেরও দোয়া রাইখেন আমরাও যেন এই লাইনে এগোতে পারি। বিশেষ করে স্টুডেন্ট যারা, যারা মেসে থেকে পড়াশোনা করে, ৩ বেলার জায়গায় ২ বেলা খায়, ৫ টাকা বাচানোর জন্য ২০ মিনিট হাটে তারা যেন কোনো ভালো লাইন করতে পারে। (স্টুডেন্ট এর বিষয়টা আমার সাথে ঘটিত, কলেজে যখন পড়তাম তখন অনেক কষ্ট হতো, তারপরেও অনেক কষ্ট করে পড়ালেখা করছি, আর মধ্যবিত্ত পরিবার বোঝেনইতো ইচ্ছা করেও জোর করতে পারিনা, নিজের কাছে অপরাধী লাগতো)। দিনশেষে একটাই কথা সবাই ভালো থাকুক।