বিটকয়েনের টাকায় অপারেশন

বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার এই মুল্যবান মতামত এখানে শেয়ার করার জন্য। আসলেই Bitcoin ফোরামে আমাদের জন্য একটি উপার্জনের সুযোগ করে দিয়েছে। এখান থেকে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সার্ভিস সেকশনে যতগুলো সিগনেচার ক্যাম্পেইন চলে তার উপর ভিত্তি করে হাজারো মানুষের পরিবারের সদস্যদের সাপোর্ট হচ্ছে।আমরা শুধু সিগনেচার ক্যাম্পেইনের কথা বল্লাম আরেকটি বিষয় হলো বাউন্টি ক্যাম্পেইন যেখানে হাজার হাজার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছে।
আপনার কথাটি আজকে বিবেচনা করা যাক যেখানে আপনি বিটকয়েনের বিক্রি করা টাকা দিয়ে আপনার বউয়ের চিকিৎসা করছেন। আপনার যদি এই বিটকয়েন ফোরামে না থাকতো তাহলে আল্লাহ পাক হয়তো টাকা ব্যবস্থা করে দিতেন কিন্তু বিটকয়েন ফোরাম আছে বলেই আজ সেই কাজটি অনেক সহজ হয়েছে।
দোয়া করি আপনার স্ত্রী অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
আপনি খাজা ইউনুস আলী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসছেন।এটা আমার বাড়ি কড্ডার মোর হতো 45 মিনিটের রাস্তা।যাহোক অতিশীঘ্রই আল্লাহ আপনাকে উত্তম সাহায্য করবেন।