বিটকয়েনের টাকায় অপারেশন
বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
প্রথমে আপনার স্ত্রীর জন্য দোয়া করি, আপনার স্ত্রী যেন এই কঠিন রোগ থেকে অতি শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। সত্যিই বিটকয়েন ফরমে সিংনেচার করে অনেকেই তাদের সংসার চালাচ্ছেন। আবার শোনা যায় অনেকেই বাউন্টি করে গাড়ি বাড়ি করেছেন, কিন্তু বর্তমানে কাউন্টির অবস্থা ভালো নয়। শুধু যে সিগনেচার বা বাউন্টি করছেন এমন নয় অনকেই বিটকয়েনে বিনিয়োগ করে দীর্ঘদিন হোল্ড করে অনেক লাভবান হয়েছেন। আমি নিজেও বিটকয়েনে বিনিয়োগ করে হোল্ড করে রেখেছি ভালো প্রফিট এর আশায়। কিন্তু যারা সিগনেচার বা যেভাবে হোক বিটকয়েনের সাথে জড়িত আছে কেউ প্রকাশ্য ব্যবহার করতে পারছে না। আমাদের দেশে বিটকয়েন অবৈধ থাকার কারনে। জানি না কবে আমাদের দেশে বিটকয়েন বৈধ করবে আমরা প্রকাশ্যেই ব্যবহার করতে পারবো।