Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 05/09/2023, 11:33:37 UTC
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
আপনাকে ধন্যবাদ। সোর্স গুলোর ভেতর থেকে আমার পড়ার প্রয়োজন হয়নি। আপনার এখানের পোষ্ট টা পড়েই বুঝতে পেরেছি। আমার কাছে সেন্ড করার মতো মেরিট নেই। আপনার পোষ্ট টা তথ্য বহুল এবং সেটা মেরিট ডিজার্ভ করে। আমার কাছে মেরিট হলে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ! আসলেই নিয়ম টা দেখতে অদ্ভুত মনে হলেও আসলে সরকার এ ধরনের নিয়ম করতে বাধ্য। নচেৎ দেশে ইনকাম করা টাকা বিদেশে নিয়ে মানুষ ঐসব দেশের উন্নয়নে ভুমিকা রাখবে। যেটা বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে দিবে। এজন্যই হয়তো সরকার এরকম কিছু আইন পাশ করে রেখেছে যেনো মানুষ বিদেশে টাকা নিয়ে যেতে না পারে। এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে?

বিটকয়েনের টাকায় অপারেশন
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।


দোয়া করি অপারেশন ঠিকঠাক ভাবে হোক এবং আল্লাহ তালা আপনাদের সহায় হোন!