বিটকয়েনের টাকায় অপারেশন
ভাই, ইন্টারনেট ফোরামে ব্যাক্তিগত তথ্য শেয়ারের ব্যাপারে আরেকটু সতর্ক থাকার জন্য আপনাকে অনুরোধ রইলো। কিছু কিছু তথ্য এডিট করে মুছে বা ব্লার করে দিবেন যেনো সেগুলো পড়া না যায়। মানুষের সকল তথ্যই গুরুত্বপূর্ণ। সেটা যেকোনো ব্যাক্তিগত তথ্যই হোক না কেনো। ইন্টারনেট এ তথ্য শেয়ার করা অত্যান্ত ঝুকিপূর্ণ। আর ব্যাপারটা যদি হয় বাংলাদেশ রিলেটেড, তাহলে সেগুলো আরো খারাপ হতে পারে।
বাইনান্সে যারা পি টু পি তে লেনদেন করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সতর্ক থাকার জন্য। ধরেন আপনি যার কাছে ডলার সেল করলেন, সেই ব্যাক্তিই যদি অন্য নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে বলে, দেখেন ভাই, আপনি যে বিটকয়েন ইউজ করেন, আমি সেটা জানি। আমাকে আপনি কিছু টাকা দেন, নইলে আপনার ফোন নাম্বার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে বলবো আমি দেখেছি উনি বিটকয়েন লেনদেন করে। এরকম হওয়ার সম্ভাবনা কম থাকলেও, এরকম টা হলে একটা ফাপরে পড়ে যাবেন। অনলাইনে নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।