ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি।
যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?