বিটকয়েনের টাকায় অপারেশন
বিটকয়েনের টাকায় জার্সিবিষয়টি হয়তোবা অনেক ছোট বা অফ টপিক হয়ে গেলো, কিন্তু LDL ভাইয়ের আগের পোস্টটি দেখে আমি নিজেও কন্ট্রোল রাখতে পারলাম না। তাই আবশেষে পোস্টটি করেই ফেল্লাম। আসলে এই অনুভূতি লেখে বোঝানোর মতো নয়। কেউ যখন তার লাইফে প্রথম ইনকাম করে তখন তার যে অনুভূতিটা হয় তা শুধুমাত্র সে একাই জানে। এই ব্যাপারটা আসলেই অসাধারণ। তাই বেশি কিছুই বল্লামনা আশা করি সবাই বিষয়টি বুঝতে পরেছেন।

Bitcoin is the next key to success.