Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 09/09/2023, 03:06:39 UTC
⭐ Merited by Nothingtodo (1)

যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?
সাতোশি মার্কিন সরকারের কবলে পড়েছে বা পড়তে পারে দুটি সম্ভাবনা রয়েছে তবে এটা সত্যি যে সাতোশি আর পৃথিবীতে নেই। তবে কোন ব্যক্তি যদি সরকারের অধীনে গুম হয় তবে তার তথ্য অবশ্যই লিক হয় কিন্তু সাতোশি আজও অব্দি জীবিত অবস্থায় আছে না মৃত অবস্থায় রয়েছে সেটা এখনো একটি ধোঁয়াশায় রয়েছে। মার্কিন সরকার যদি তাকে সত্যিই মেরে ফেলে তাহলে তার 1মিলিয়ন বিটকয়েনের লোভ সামলাতে পারবেনা। অবশ্যই সাতোশির ওয়ালেট থেকে তার নিখোঁজ হওয়ার পর বিটকয়েন ট্রানসেকশন হতো।
অনেকেই সাতোশিকে Hal finney এর সাথে তুলনা করে যদিও হাল ফিননি আজ থেকে এক যুগ আগে মারা গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়েই কি সাতোশি যুগের শেষ হয়ে গেছে কিনা কে জানে। তবে প্রথম বিটকয়েন রিসেভার হিসাবে সাতোশি কেনই বা হাল ফিননিকে বেছে নিল। এটাও তো হতে পারে যে হাল ফিন্নি পরীক্ষামূলক ভাবে তার অল্টারনেটিভ ওয়ালেটে ৫০ টি বিটকয়েন পাঠিয়ে লেনদেনের সত্যতা প্রমাণ করলো।
তবে সব কিছুর ধোঁয়াশা কেবল সাতোশিকে গিরেই রয়েছে। যদি মার্কিন সরকার বিশেষ গোয়েন্দা বাহিনী দিয়ে সাতসীকে মেরেই ফেলে তাহলে ওই গোয়েন্দা বাহিনী হয়তো আর পৃথিবীতে নেই। কেননা আমরা অনেক সিনেমায় দেখেছি কিলার মিশন সাকসেসফুল করার পর ওই কিলারকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় যাতে তথ্য লিক না হয়।

1000000 বিটকয়েন কোন সরকারের কাছে থাকলে সেই বিটকয়েন সরকার বিক্রি করবে না এটা বিশ্বাস করতে পারিনা। Ross Ulbricht এর বাজেয়াপ্ত বিটকয়েন মার্কিন সরকার কয়েক মাস আগে বিক্রির জন্য কয়েনবেস ওয়ালেটে ট্রান্সফারিং করেছে এটা মোটামুটি সবাই জানি। তাই সাতোশির বিটকয়েন খুব সম্ভবত হারিয়ে গেছে। এটা আর উদ্ধার করা সম্ভব নয়।


সাতোশি পৃথিবীতে নেই এভাবে আমি বলতে চাই না। কারন আমরা কেউ জানি না তিনি কোথায় আছেন। আমি শুধুমাত্র পসিবিলিটি শেয়ার করেছি যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। আর সাতোশি না থাকলে তার বিটকয়েনের একসেস অন্য কেউ পাবে ব্যপার টা সেরকম ও না। সাতোশি প্রাইভেসি নিয়ে মারাক্তক রকমের কনসার্ড! সে কখনোই তার ওয়ালেট এনক্রিপ্টেড করা ছাড়া রাখবে না। সে যদি মারা গিয়েও থাকে, অন্য কারো হাতে তার ওয়ালেট থাকলেও সেই ওয়ালেট ক্র্যাক করা যে কেউ পারবে না। সুতরাং একজন মারা যাওয়া মানেই এই নয় যে যারা তার কম্পিউটার বা অন্য ডিভাইস পাবে তারা তার ওয়ালেট একসেস করতে পারবে। আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।