Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Nothingtodo
on 09/09/2023, 03:15:32 UTC
 
আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।
জীবন মরনের গ্যারান্টি নেই ভাই। আপনার ওয়ালেটের ব্যাকাপ করে আপনি আপনার বিশ্বস্ত আপনজনের কাছে দিয়ে রাখেন। আমি অতিতে বাউন্টি করে কিছু বিটকয়েন সঞ্চয় করে রেখেছি এবং ঐ ওয়ালেটের সিকিউরিটি আমি আমার আপনজনের কাছে দিয়ে রেখেছি। আমার কিছু হয়ে গেলে সেটা আল্লাহর রহমতে সেই বিটকয়েন যেন আমার আপনজনেরা ভোগ করতে পারে। অবশ্যই সেটা কাগজের মাধ্যমে লিখে সংরক্ষণ করেছি।