Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Subbir
on 09/09/2023, 03:50:02 UTC
আর একখান ভুল ধারণা আছে যে বাংলা থ্রেড হইলে আমাগো ভারতে ঢুকাইয়া দিব। এইটা তিন বছর আগে হইতে পারতো। কিন্তু এখন আর হইবো না। বাংলায় এক্টিভিটি ভারতের দিয়া বেশি।

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...

নাম পরিবর্তনের মধ্যে আলাদা কোনো ফাইদা আছে বলে মনে হয়না কারন নাম ঠিক আছে, যেমন আপনি কিছু ভাষা ব্যাবহার করেছেন সেগুলা আঞ্চলিক ভাষা তাই সেগুলোকে পুরোপুরি বাংলা বলা যায়না, কিন্তু যখন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন তখন, আপনার আঞ্চোলিকতা তেমোন ব্যাপার হবেনা।

সাতোশি পৃথিবীতে নেই এভাবে আমি বলতে চাই না। কারন আমরা কেউ জানি না তিনি কোথায় আছেন। আমি শুধুমাত্র পসিবিলিটি শেয়ার করেছি যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। আর সাতোশি না থাকলে তার বিটকয়েনের একসেস অন্য কেউ পাবে ব্যপার টা সেরকম ও না। সাতোশি প্রাইভেসি নিয়ে মারাক্তক রকমের কনসার্ড! সে কখনোই তার ওয়ালেট এনক্রিপ্টেড করা ছাড়া রাখবে না। সে যদি মারা গিয়েও থাকে, অন্য কারো হাতে তার ওয়ালেট থাকলেও সেই ওয়ালেট ক্র্যাক করা যে কেউ পারবে না। সুতরাং একজন মারা যাওয়া মানেই এই নয় যে যারা তার কম্পিউটার বা অন্য ডিভাইস পাবে তারা তার ওয়ালেট একসেস করতে পারবে। আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।

ভাই আমিও "সাতোশি" কে নিয়ে কনফিউশন কারন হচ্ছে এটা নিয়ে অনেক বিস্তর ভাবে আলোচনা হয়েছে কিন্তু কেউ আসলে সঠিক কোনো উত্তর দিতে পারেনাই।

অনেক সময় আমার কাছে মনে হয়েছে দুনিয়াতে আপন বলতে কেউ নেই অনেক উথান পতনের মধ্যে দিয়ে সাধারন একটা জীবন জাপন করার চেস্টা করেছি, কিন্তু আমার মতে পরিবারের একজনকে অন্তত জানানো উচিৎ যে আপনার বিটকয়েন কোথাই রয়েছে এবং তা কিভাবে পরের প্রজন্ম ব্যাববার করতে পারবে, তাছাড়া ধারাবাহিকতা হয়তো ধরে রাখা যাবেনা।