Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 09/09/2023, 17:16:26 UTC
তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।
থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
মতামত চাওয়ারই কোন প্রয়োজন নাই।  বাংলাদেশ রয়েছে এটাতে কি সমস্যা হচ্ছে এটাই তো আমি বুঝতেছিনা।  আপনার কথায় যুক্তি রয়েছে  কিন্তু এমন হলে তো লোকাল বোর্ড মানে  প্রয়োজনই নাই  ইন্ডিয়ার পাকিস্তানের ভাষাও তো সেম হিন্দি  আবার ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্ট ভাষা আছে তারা কি করবে।  মনের একটা প্রশান্তি থাকবে এখানে  বাংলাদেশ নামটাই থাকুক এটা নিয়ে ভোটাভুটি নাই চলুক  আমার মনে হয় এই ফোরামে বেশিরভাগ লোকই বাংলাদেশী আর যদি ইন্ডিয়ান কোন ভাই থেকে থাকেন তারা  ইন্ডিয়ার লোকাল বোর্ডে গিয়ে আবেদন করতে পারেন  চাইল্ড বোর্ড  খোলার জন্য, আর বাংলাদেশ নাম থাকাতে যে  কলকাতার বাঙালিরা এখানে কোন কথা বলতে পারবেনা এমন কোন বাধ্যবাধকতা তো নেই।
আমি নিজেও হিন্দি ,  উর্দু হালকা হালকা পারি  আমি মাঝে মধ্যে পাকিস্তানি বোর্ডে পোস্ট করেছি। তারা একই ভাষায় কথা বলে দেখে যে তাদের ইচ্ছা নেই যে আলাদা বোর্ড থাকুক এমন কিন্তু নয় তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করলে আমার মনে হয় বেশিরভাগ উত্তর এটাই হবে যে আমাদেরও একটা পার্সোনাল বোর্ড থাকুক। বিভক্তির কথা বলতেছি না।
বাংলাদেশী থাকুক, এইসব আলোচনার থেকে টেকনিক্যাল কোন কিছু  শেয়ার হলে আরো বেশি ভালো হবে নতুন কিছু জানতে পারবো। ।  বাই দ্যা ওয়ে নো ওপেনস
হ্যাঁ আমারও একই কথা যে থ্রেডের নাম বাংলাদেশ রয়েছে তাদের সমস্যা কি? বাংলাদেশ মানে নির্দিষ্ট করে একটি দেশকে বোঝায় কিন্তু বাঙালি বলতে একটি দেশকে বুঝায় না কারন ভারতেও অনেক বাঙালি রয়েছে। ভারতের কলকাতা সহ আরো কয়েকটি জায়গার মানুষ সম্পূর্ণ বাংলায় কথা বলে। এখানে দিন দিন সদস্য বাড়তেছে আর বিভিন্ন রকম মতামত দেখা যাচ্ছে। যদিও এটি বলা ঠিক হবে না তবুও বলছি আমি মনে করি না যে Sr Member এর নিচের কোন সদস্য বাংলা থ্রেডের কোন কিছু পরিবর্তন করার কথা বলার অধিকার রাখে।এখানে বড় ব্যাংকের অনেক সদস্য রয়েছে। আর তারা দীর্ঘদিন ধরে এই ফোরামে আছেন এবং বাংলা থ্রেডে আছে। আর যারা অল্প দিনে Sr র‍্যাংক অতিক্রম করছে আমি মনে করি তাদের এই ফোরাম সম্পর্কে এবং ক্রিপ্টো সম্পর্কে হিউজ জ্ঞান রয়েছে। তাই কেবল তাদের কথাই একটি যুক্তি মূলক কথা হিসেবে গণ্য করা হবে।

আসলে এভাবে বলা উচিৎ নয়। উনি যে র‍্যাংক এর হোক না কেনো, থ্রেড এর ভালো হওয়ার জন্য যে কেউ যে কোনো পরামর্শ দিতে পারে। এখানে র‍্যাংক নিয়ে কাউকে ক্রিটিসাইজ কর উচিৎ না। উনি আসলে কিছু যুক্তি দেখিয়েছেন ওনার প্রস্তাবের পক্ষে। তবে থ্রেড এর নাম পরিরর্তন করার জন্য যথেষ্ঠ নয়।মজার ব্যাপার হচ্ছে উনি যে সাজেশন করে পোষ্ট করে পোষ্ট এর টাইটেল চেন্জ করেছেন, আপনারা অনেকে একমত না হয়েও ওনার দেয়া টাইটেল ইউজ করেই রিপ্লাই দিচ্ছেন। আসলে বাংলা ব্যাপারটা বাংলাদেশ এর সাথেই যায় এবং এটা আমাদের রেজিষ্ট্রি করা জিনিস। পৃথিবীর অনেক প্রান্তেই মানুষ বাংলায় কথা বলতে পারে তাতে কোনো বাধা নেই। কিন্তু তাই বলে বাংলাদেশ কেটে বাংলা লিখতে হবে নইলে আইনি ঝামেলা হবে এমন কথার কোনো ভিত্তি নেই।

নাম পরিবর্তন করে আহামরি কোনো লাভই হবে। একটা কথা চিন্তা করেন ভাষা তো অনেকই থাকে একটা দেশে কিন্তু দেশ? দেশ কিন্তু একটাই হয়। আর আমাদের সবার উচিত সবার কাছে আমাদের দেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। এতে করে করে বাঙালি বা বাংলা ভাষাকে আলাদা করে প্রাধান্য দিতে হবে না। তারা আপনি আপনিই প্রাধান্য পেয়ে যাবে।

জাস্ট সিম্পল একটা বিষয়। Wink

নোট: ভাষা ভিত্তিক বা জাতি ভিত্তিক কোনো আইডিয়া মাথায় আসলে একবার ভারতের কথা ভাবুন। আশা করি বুঝে গেছেন।  Grin (৭০০+ ভাষা)