Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Dimitri94
on 10/09/2023, 08:36:29 UTC
It would have been nice to get this attention in any other context.  WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.

কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।

ব্যাপার গুলা একটু জটিল এবং অনেক চিন্তা ভাবনা করেও অনেক প্রশ্নের জট খোলা যায়না, কিন্তু আপনার সাথে এই ক্ষেত্রে আমি একমত যে, সাতোশি কে সরকার এখনো কিছু করতে পারেনি আর সে যদি বেচেও থাকে তাহলেও কোনো সরকার তাকে কিছুই করতে পারবেনা।
প্রযুক্তির এই যুগে যেহেতু তিনি নিজেকে সম্পুর্ণভাবে বেনামি রাখতে সমর্থ হয়েছেন তাকে কেউ আর খুজে পাবে বলে মনে হয় না। তবে যদি সাতোশির কোন নিশ্চিত তথ্য পাওয়া যায় তাহলে তিনি যে দেশেরই হোক না কেন তাকে অবশ্যই তলব করবে। তাকে নানাভাবে অভিযুক্ত করা হবে। তিনি যে আধুনিক বিশ্বের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানকারী একজন ব্যক্তি তা বিশ্বনেতাদের অনেকেই অস্বীকার করবেন। এতে বিটকয়েনের প্রতি মানুষর যেই আস্থা আছে তা হারিয়ে যাবে। কারন তখন এটিকে সম্পুর্ণভাবে আমরা ডিসেন্ট্রালাইজড বলতে পারব না।  আরও কিছু নানা বিধ সমস্যা সৃস্টি হতে পারে। আমি মনে করি তিনি হয়তো বেঁচে আছেন তবে তার পরিচয় বেনামি থাকাই বিটকয়েনর জন্য মঙ্গল জনক। আর একটি বিষয় হল যে সময়টিতে জুলিয়ান কে ধরার জন্য সরকার ব্যস্ত হয়ে উঠেছিলেন সেই সময়ে বিটকয়েনের জনপ্রিয়তা ছিল না। ফলে সরকার এটিকে খুব বেশি গুরুত্বের সাথে নেয় নি যতটা তারা এখন অনুধাবন করছে।