Post
Topic
Board Other languages/locations
Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ
by
DYING_S0UL
on 15/09/2023, 11:58:47 UTC
১০০*২=২০০
২০০*২=৪০০
৪০০*২=৮০০
৮০০*২=১৬০০
১৬০০*২=৩২০০
৩২০০*২=৬৪০০
৬৪০০*২=১২৮০০
১২৮০০*২=২৫৬০০
২৫৬০০*২=৫১২০০
৫১২০০*২=১০২৪০০
১০২৪০০*২=২০৪৮০০
২০৪৮০০*২=৪০৯৬০০
৪০৯৬০০*২=৮১৯২০০
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬

ভাই এই মুহূর্তে টাকা না থাকায় এসবে জড়ালাম না। বাট ভবিষ্যতে আপনার এই কনসেপ্টটা ট্রাই করার ইচ্ছা আছে আমার। আপনি যদি আপনার বর্তমান প্রোগ্রেস কমিউনিটির সাথে শেয়ার করতেন তাহলে আমরা অনেকে হয়তো এটা থেকে উৎসাগ পেতাম।

নোট: বাইদাওয়ে MTFE এর খবর কেউ জানেন? ঝড়ের গতিতে এসে ঝড়ের গতিতেই বিষয়টা ধামাচাপা হয়ে গেলো। কিছুই বুঝলাম না।