Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 17/09/2023, 17:01:04 UTC
বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকা আত্মসাৎ

নিউজটি আমি ঢাকা টাইমস নিউজে থেকে পেয়েছি, আমাদের এখানে হয়তো অনেকেই নিউজ টি দেখেন নি নিউজটি বিটকয়েন সম্পর্কে নিয়ে তাই এখানে শেয়ার করলাম। নিউজ টি দেখে আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ বিটকয়েন নিয়ে কেউ সমালোচনা করতে ভয় পায়। কিন্তু নুরনবী পলাশ ও মিনহারুল হক মিঠু এবং তার সহচারী নিয়ে রাজশাহী ও চাপাইনবয়াবগঞ্জ বেশ কিছু লোক জনের কাছে থেকে বিটকয়েন ব্যবসা নামে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই ভুক্তভোগীরা লোকজন ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পলাশ ও মিঠু কে পুলিশ যৌথভাবে অভিযান করে গ্রেপ্তার করেন। শুক্রবারে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এদের মত কিছু অমানুষ রয়েছে যারা লোকেদের অর্থ আত্মসাৎ করে না খেলে তাদের পেটের ভাত হজম হয় না। এই সকল লোকদের মায়া মমতা বলতে কিছু নেই তারা লোকদের কিভাবে ঠকাবে সেই চিন্তা নিয়েই বড় হয় এবং ভবিষ্যতে তারা এভাবে বেড়ে ওঠে। তবে এটা দেখে অনেকটা ভালো লাগলো যে এরকম প্রতারকদের পুলিশ ধরেছে এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা যেন করা হয় এটা আমরা সকলেই চাই। দেশের যে পরিস্থিতি বর্তমানে সেই অনুসারে লোকেরা কিভাবে মানুষের সাথে প্রতারণা করবে সেই বিষয়েই সবচেয়ে বেশি নজর দিচ্ছে। এরাও একই ভাবে গরিব লোকেদের অথবা যারা বোঝে না তাদের কিভাবে ঠকিয়ে অর্থ হাতে নেওয়া যায় সেই পরিকল্পনা করেছে এবং ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেছি যা সত্যিই আশ্চর্য হওয়ার বিষয়। এরকম কিছু প্রতারকদের অবশ্যই বড় ধরনের শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন যাতে করে এদের শাস্তি দেখে অন্য প্রতারকেরা ভয় পায় এবং এই কাজ করতে গেলে কয়েকবার ভেবে করবে।