Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 18/09/2023, 10:04:25 UTC
নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নিউজটাতে বিস্তারিত কিছুই আসলে শেয়ার করা হয় নি। কিভাবে তারা এতগুলো টাকা বিটকয়েনে বিনিয়োগের নাম করে মানুষ থেকে নিয়েছে কিংবা মানুষই কি বিশ্বাসে দিয়েছে। কোন প্রতিষ্ঠান ছিল কি না, এইসবের কোন বিস্তারিত নাই। সবচেয়ে বড় কথা এই দেশের হলুদ মিডিয়া কখনো এইটা তুলে ধরে না যে যাদের গ্রেফতার করা হয় তাদের থেকে যদি কোন কয়েন উদ্ধার হয়ে থাকে সেগুলোর শেষ ঠিকানা আসলে কোথায়। এই ব্যাপারে কোন মিডিয়া অতীতের কোন ঘটনাতেও কিছু লিখতে দেখলাম না।