আমিও ঠিক এমনটাই বলতে চাচ্ছি যে অনেকেই এখন ভুল করবে এবং সেটা সংশোধন করে দিতে হবে, আর যারা বোঝে এবং সঠিক টা জানে তাদেরকে সেটা বলতে হবে, তাহলে দেখবেন যারা ভুল করছে তারা ভুল কম করবে বা ভুল করবে না, তখন তারা ভালো কিছু করতে পারবে, যারা হচ্ছে উল্টাপাল্টা কাজকর্ম করার জন্য আসছেন, তারা দেখবেন যে খুব দ্রুত এখান থেকে ঝরে গেছে ভালো কিছু তো দূরে থাক।
আমি আগের একটি আলোচনায় বলেছিলাম, আবার বলছি যদি মিস করে জান সেটি। বিষয়টি হচ্ছে যে আমরা যারা জানি তারা বিষয় গুলোকে অনেক সিম্পল এবং সহজ মনে করি। কারণ বিষয়টি সম্পর্কে আমাদের ধারনা আছে। আমিও একটি উধাহরন দেই। আমরা যখন ক্লাস ১ থেকে ২ তে গেছি, আমাদের কাছে ক্লাস ১ এর পড়া কিন্তু সহজ মনে হইত। আবার ২ থেকে ৩ তে গেলে ক্লাস ২ এর পড়া সহজ লাগতো। এর কারণ আমরা বিষয় সম্পর্কে আগে থেকেই অবগত এবং আমাদের এক্সপেরিয়েন্স আছে। কিন্তু আমরা কখনও ক্লাস ২ এর বিষয় নিয়ে আর কথা বলি না ক্লাস ৩ তে গিয়ে। আমরা ক্লাস ৩ এর বিষয় নিয়ে আলোচনা করি এবং শিখি।
আমি বলতে চাচ্ছি যে, ক্লাস ২ এর বিষয় নিয়ে কেউ আমাদের কাছে জানতে না চাইলে আমরা কিন্তু তাতে গুরুত্ব দিব না, কারণ ওই বিষয়ে আমরা জানি। ফোরামের লজিকটা ও কিন্তু একই ভাবে কাজ করে। আমারা জানি না কে কতটুকু জানে। আমরা যা জানি তা আমাদের কাছে সহজ মনে হয় এবং মনে হয় যে অন্যরা ও ওই বিষয়ে জানে। এখন আমাদের কাছে কেউ জানতে না চাইলে আমরা কিন্তু জানা বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না বা আন্যদের জানাবোনা।
তো আমার কথা হচ্ছে, আপনারা আমাদের বলেন আপনারা কোন বিষয়ে জানতে চান। না বলা পর্যন্ত কিন্তু ভালো একটা টপিক বা উত্তর দেওয়া সম্ভব না। আপানাদের জানার আগ্রহ বড়ান, প্রশ্ন করতে শেখেন। দেখেন আপনাদের প্রশ্নের পরিপেক্ষিতে কিন্তু অন্যরা এক্টিভ হবেন। অন্যরা প্রশ্নটি দেখে হয়ত নিজেদের মত রিসার্স করবেন। তখন কিন্তু সবার শেখা হবে। এই বিষয় টা আমি লোকাল কমিউনিটি তে অনেক কম দেখি। এই জন্য পোস্ট করার টপিক খুজে পাই না। এটাই মূল কারণ আমার সাইলেন্ট থাকার।
আমি নিজে বলে যদি নিজেই সেই কাজ টা না করি তাহলে কেমন লাগে বলেন? তাই শুরু টা আমি করলাম।
টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু? আপনাদের সবার উত্তর এর জন্য অপেক্ষায় থাকলাম। আপনাদের প্রশ্ন গুলো এইভাবে লিখে জানান দেখবেন সবাই এক্টিভ হয়েছে এবং আমরা সবাই নতুন কিছু শিখতে পারছি প্রতিনয়ত।