টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু?
আপনাদের সবার উত্তর এর জন্য অপেক্ষায় থাকলাম। আপনাদের প্রশ্ন গুলো এইভাবে লিখে জানান দেখবেন সবাই এক্টিভ হয়েছে এবং আমরা সবাই নতুন কিছু শিখতে পারছি প্রতিনয়ত।
ট্রেডিং এর ক্ষেত্রে মাইন্ড সেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই ইমোশন ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমোশন কে কন্ট্রোল করে যদি ট্রেডিং করা যায় তাহলে মনে হয় অবশ্যই সাকসেসফুল হওয়া যায়।
ট্রেডিং করার জন্য আমাদের মধ্যে যে ইমোশন তৈরি হয় সেটা হচ্ছে লোভ, লোভে পড়ে কিন্তু আমরা ট্রেডিং করি। আমাদের মাঝে লোভ এই জন্য তৈরি হয় যে আমরা যদি কোন কয়েন কিনি এবং সেই কয়েনের যদি দাম বৃদ্ধি পায় তাহলে তো আমি প্রফিট পাব। ট্রেডিং করার জন্য আমাদের মাঝে আরেকটি ইমোশন তৈরি হয় সেটা হচ্ছে ভয়। আমরা যখন কোন কিছুতে ট্রেড করি তখন সেটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে অর্থাৎ সবুজ হবে নাকি লাল হবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আসলে মূল কথা হলো ট্রেডিং নেওয়ার পর মার্কেটের কি অবস্থা হবে সেটা জানার জন্য আমাদের মাঝে ভয় ভীতি কাজ করে। তারপর হল আশা এবং অনুশোচনা। যেমন ধরুন আপনি কোন একটি কয়েন ১০ ডলার দিয়ে কিনলেন কেনার পরে দেখা গেল আপনার দুই ডলার লাভ হলো তখন আপনি মনে মনে অনুশোচনায় পড়ে বলতেছেন হয়তো কয়েনটি ৯ ডলার দিয়ে কিনলে আমার তিন ডলার লাভ হতো। ভাই আমি এ পর্যন্ত জানি সঠিক হয়েছে কিনা বলবেন।