Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 19/09/2023, 15:56:17 UTC
টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু?
আপনার প্রশ্নটি শুনে আসলে আমার খুবই ভালো লাগলো,  ট্রেডিং ইমোশন বলতে আমাদের আবেগকে বুঝায় যেমন আবেগের বসে আপনি  ট্রেডিং করবেন যেমন  মার্কেটে একটু পাম্প দিতেছে  দেখেই  ইনভেস্ট করতে গেলেন ,  আবার ভয় পেয়ে কোন কিছু থেকে  তাড়াতাড়ি সেল করে দিলেন ।
মূলত আবেগের বসে ট্রেডিং করাকেই ট্রেডিং  ইমোশন বলে।
এ ব্যাপারে অনেক জায়গায় সুন্দর সুন্দর আর্টিকেল রয়েছে। academy.binance.com এর থেকে একটা আর্টিকেলের লিংক দিয়ে দিলাম।  ইংরেজিতে আছে আশা করি আপনার সমস্যা হবে না  বুঝতে পারবেন যদি কোন সমস্যা হয় আবার এখানে পোস্ট করবেন আমি আছি আরো অনেকে আছে উত্তর দেওয়ার জন্য। How to Trade Without Emotions

তাছাড়া ফরএক্স ট্রেডিং  এর ক্ষেত্রে বলেছে  তবে আমি মনে করি এটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রেও  কাজে দিবে।
ট্রেডে ইমোশন কন্ট্রোল করার 10 টি কার্যকর উপায়