আচ্ছা এমন কোন উপায় আছে কী যা KYC মুক্ত ও অধিক নিরাপদ ভাবে P2P লেনদেন করা যায় এই বিষয়ে আমি জানতে চাই? বাইন্যান্স বা কুকয়েনের মতো সে আমাকে আগে টাকা দিবে এরপর আমি রিলিজ করে দিবো এই রকম কী কোন সাইড আছে?
যদিও আমিও সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ব্যাবহার করার বিপক্ষে, তবে আমিও না বুঝেই বাইনান্স এ একাউন্ট করে কে ওয়াই সি করে ফেলেছি। এখানে আমার ব্যাক্তিগত তথ্য অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এবার আসি আপনার প্রশ্নে, এরকম রিলায়েবল প্লাটফর্ম আমিও খুজছি। আগে টাকা দিয়ে দিবে এমন কোনো প্ল্যাটফর্ম এর খোজ আমার কাছে নাই। তবে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার বিটকয়েন সেন্ড করে লোকাল পেমেন্ট মেথডে টাকা নিতে পারেন। তবে সেগুলো লেজিট কি না, সেটা যাচাই করা আপনার নিজেরই দায়িত্ব। ফ্রি মারকেট এ রেপুটেশন বিল্ড করা নিয়ে আমার একটা ট্রান্সলেশন ছিলো, এখন মোবাইলে থাকায় লিংক দিতে পারছি না।
বিটকয়েনটক ফোরামের মতো যায়গায় রেপুটেশন বিল্ড করা জরুরী। রেপুটেশন থাকলে আপনি বিশ্বাসের সাথে অন্যদের সাথে লেনদেন করতে পারেন। এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম।