আচ্ছা এমন কোন উপায় আছে কী যা KYC মুক্ত ও অধিক নিরাপদ ভাবে P2P লেনদেন করা যায় এই বিষয়ে আমি জানতে চাই? বাইন্যান্স বা কুকয়েনের মতো সে আমাকে আগে টাকা দিবে এরপর আমি রিলিজ করে দিবো এই রকম কী কোন সাইড আছে?
বাইন্যান্স এবং কুকয়েন এগুলো হলো মূলত সেন্টালাইজড এক্সচেঞ্জ।
এগুলোতে কেওয়াইসি করা ছাড়া পিটুপিতে লেনদেন করা সম্ভব না। এই এক্সচেঞ্জ গুলোতে আমরা যখন আমাদের বিটিসি, ইউএসডিটি, বিএনবি এবং ইথার বিক্রি করি তখন আমাদের আগে আমাদের দেশীয় মুদ্রা দেয় এবং তারপর আমরা রিলিজ করে দেই। আমার জানামতে এই এক্সচেঞ্জগুলোতে আমরা টাকা পাওয়ার পর রিলিজ দিতে হয়। তাছাড়া অন্য কোন এক্সচেঞ্জে হয়তো এখনো দেওয়া হয় না।
আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে সব এক্সচেঞ্জের একটি পিটুপি লেনদেন করা যায়