আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে, সব এক্সচেঞ্জেই কি P2P লেনদেন করা যায় ?
আপনার প্রশ্নের উত্তরে আমি একটি এক্সচেঞ্জের নাম বলতে পারি সেটি হল WazirX তবে এটা হল ভারত ভিত্তিক কেন্দ্রীভূত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যা ২০১৮ সালে চালু করা হয়। WazirX এক্সচেঞ্জ এর পিটুপিতে ফিয়াট মুদ্রার মাধ্যমে USDT কেনা যায়। তবে বর্তমানে WazirX P2P -তে USDT কেনার জন্য আপনি আটটি ফিয়াট মুদ্রা ব্যবহার করতে পারবেন।