আপনার দেওয়া নিউজে যে মদ গুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মদ নয়। সেগুলো হলো ভারতের যেগুলো প্রায় প্রতি বছরই সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয় এবং দেখা যায় প্রচুর পরিমাণে ধরা খায় এবং প্রায় উৎসব আকারে এগুলো ধ্বংস করা হয়। আমাদের দেশীয় মদ গুলো কিন্তু এভাবে ধ্বংস করা হয় না।
বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই।
অবশ্যই নিয়ম আছে মধ্যপানের ব্যাপারে। যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়াএ দেশে মদ নিষিদ্ধ এবং এদেশের মুসলিম নাগরিকদের জন্য মদ্যপান করা অবৈধ বটে। কোন মুসলিম চিকিৎসা প্রয়োজন ব্যতীত কোন মধ্য পান করতে পারবে না। ভাই মদ্যপান নিয়ে অনেক নিয়ম কানুন রয়েছে বলতে গেলে প্রায় শেষ হবে না।