Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Subbir
on 20/09/2023, 16:43:36 UTC
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন।

তো মূল কথায় আসি, আমি আজ একটা
নিউজ
দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে।

আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?

বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না।

মদ খাওয়া ও বিক্রির অনুমতি পাবেন যারা.
উপরে থেকে অনেক কিছুই জানতে পারবেন।  Cheesy
 Grin Grin Grin Cheesy Cheesy মদ খাওয়া বাংলাদেশে কোন অপরাধ না বরং মদ খেয়ে মাতলামো করা একটা অপরাধ, আমরা জখন মদ খাওয়া শুরু করি তখন আমাদের কোন লিমিট থাকেনা, কিন্তু বলা হয়ে থাকে শীত প্রাধান দেশগুলোতে ৫০ থেকে ১০০ গ্রাম মদ খায় কারণ শরীরকে গরম রাখার জন্যে ।  Cheesy

আর আমাদের দেশের মানুষ মদ খায় পরিবেশ গরম করার জন্যে  Grin যায় হোক মদ যেহেতু আমাদের মুসলিম ধর্মে হারাম এবং বাংলাদেশি বেশিরভাগ মুসলিম তাই এটা নিয়ে আমরা আর বেশিদূর না আগাই।