Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 21/09/2023, 06:57:45 UTC
১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না?
বিদেশ থেকে অলরেডি ইমপোর্ট যেগুলো করা হয়েছে, সেগুলো আপনার দেশের আইন অনুযায়ী বৈধ না হলে বা দেশে এর কোনো কোম্পানি না থাকলে আপনি লিগ্যালি সেগুলো এক্সপোর্ট করতে পারবেন না। ধরেন আমাদের দেশে বিটকয়েন মাইনারের কোনো ফ্যাক্টরি নাই। অবৈধ পথে কিছু মাইনার ইমপোর্ট করা হয়েছে। এসব কোম্পানীর ক্ষেত্রে লাইসেন্স থাকা বাধ্যতা মূলক। এক্সপোর্ট করার জন্য অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যেহেতু বাংলাদেশে কারো এগুলোর লাইসেন্স নাই, এই নামে কোনো কোম্পানীও বাংলাদেশে নাই, আপনি চাইলেই সেগুলো রপ্তানি করতে পারবেন না। বিশ্বের অনেক দেশে গাজা বৈধ, এরকম হলে বাংলাদেশ গাজা না পুড়িয়ে সেসব দেশে গাজা রপ্তানি করে দিতো  Grin Grin আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।

২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই?

রিসাইকেল কোষ্ট মোটামোটি ভালেই হবে। কিন্তু রিসাইকেল করার পরে কি কেম কোয়ালিটি আসবে সেটা আমরা জানি না। আর রিসাইকেল করার প্রযুক্তি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না।
৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না?
ব্যাবহার করতে গেলে রিসাইকেল করতে হবে। এ প্রযুক্তি বাংলাদেশে আছে বলে মনে হয় না। আর রিসাইকেল করার পর সেটার যে দাম থাকবে, এই দামে বা এই খরচে নতুন করে এ্যালকোহল বানানো যাবে। এজন্য হুদাই খরচ করে লো কোয়ালিটির এলকোহল বানানোর প্রয়োজনীয়তা নেই।