আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |
ভাই আপনার এসব কথা শুনলে আমার হাসি পায়, অবাস্তব মনে হয়। আপনি ভাঁজা মাছ উল্টায়ে খাইতে পারেন না কিন্তু ইনবক্স গিয়ে ঠিকই মেরিট ভিক্ষা করতে পারেন, এটা কোনো ভাবেই বাস্তবসম্মত নয়। মেরিট কি জিনিস, কিভাবে পায়, এটার গুরুত্ব কি, এসব আপনার জানারই কথা না। এর উপর আবার আপনি ভালো মানুষকে ইনবক্স করছেন! বাহ, হাততালি আপনার জন্য! LoyceV কে আপনার বিন্দুমাত্র আইডিয়া আছে?
আমি যখন প্রথম ফোরামে জয়েন করি তখন আমি নিজে মনে মনে বলেছিলাম আমি কি এইসব আজাইরা সাইটে ঢুকলাম। কই দিয়ে পোস্ট করে, কই দিয়ে লাইক মারে, কই দিয়ে রিপ্লাই করে কিছুই বুঝতাম না। সবকিছু অন্ধকার হয়ে গেছিলো আমার কাছে। মেরিটের ম ও জানতাম না। পরে আস্তে আস্তে ইমনিই মেরিট পাওয়া শুরু করি।
প্রথমেই যদি এমন ট্যাগ খেয়ে বসেন তাহলে ভবিষ্যতে এগোতে পারবেন না ভাই।