সুন্দর একটা আর্টিকেল তুলে ধরলেন ধন্যবাদ ভাই। আপনার আর্টিকেল পড়ার পরের দিনই এই যে দেখুন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এর ওপর সরকারের অত্যাচার, অনুমোদন দিচ্ছেই না মোবাইল ব্যাংকিং অ্যাপস গুলোর নোটিফিকেশন দিয়ে আইন দেখাচ্ছে , ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরত থাকুন। এইসব নোটিফিকেশন দেখে মাঝেমধ্যে মনের ভেতর আটকে উঠি, এই বুঝি RAB দরজার সামনে আসলো । যাইহোক আমরা আমাদের ক্রিপ্ত কারেন্সি ব্যবহারের অনুমোদন চাই তবে এমন অনুমোদন না যে আবার ভ্যাট এই আমাদের সবকিছু শেষ হবে।
আর কার কার নিকটে নোটিফিকেশন গিয়েছে আমাকে জানাবেন নাকি শুধু আমার একাই আসলো।


~~
তাও ভাগ্য ভালো উনি শুধুমাত্র LoyceV কে pm করেছে, ভাই আবার theymos কে পিএম করে বসেন নাই মেরিটের জন্য.
উনার বিষয়টা হইছে কি, "হাম পাগল নেহি হে ভাইয়া হামারা দিমাগ থোরা খারাপ হে" যাইহোক উনার ছাইড়া দেন একটা মেরিট অন্তত পাইছে।
যাই হোক উনার প্রতি সাজেশন রইল, পরবর্তীতে নিয়ম কানুন গুলো যেন মেনে চলুন। এইসব ক্রিটিসাইজে জন্য মন খারাপ করেন না ভালোভাবে কাজ করা শুরু করুন নিয়ম-কানুন গুলো পড়ুন

আজকে আমাদের লোকাল থ্রেডকে অনেকটা পরিপূর্ণ লাগতেছে, অনেক সুন্দর সুন্দর ট্রান্সলেশন করতেছেন আপনারা এগিয়ে যান যদিও ট্রান্সলেশন গুলো এত বড় যে একদম ফ্রি টাইম ছাড়া সম্পূর্ণ করে বোঝা মুশকিল।
ধন্যবাদ(Learn Bitcoin , DYING_S0UL , Z_MBFM) ভাই আপনাদেরকে উনাদের আর্টিকেলগুলো আমাদের লোকাল থ্রেডে নিয়ে আসার জন্য, অনেক কিছুই আমরা জানিনা এগুলো বেশি বেশি আসলে আমাদের অনেক কিছু সম্পর্কে ধারণা হবে। আপনাদেরকে দেওয়ার মত আমার মেরিট নেই তা না হলে আপনাদেরকে আপ্রেসিয়েট করতাম।