আজকে আমাদের লোকাল থ্রেডকে অনেকটা পরিপূর্ণ লাগতেছে, অনেক সুন্দর সুন্দর ট্রান্সলেশন করতেছেন আপনারা এগিয়ে যান যদিও ট্রান্সলেশন গুলো এত বড় যে একদম ফ্রি টাইম ছাড়া সম্পূর্ণ করে বোঝা মুশকিল।
ধন্যবাদ(Learn Bitcoin , DYING_S0UL , Z_MBFM) ভাই আপনাদেরকে উনাদের আর্টিকেলগুলো আমাদের লোকাল থ্রেডে নিয়ে আসার জন্য, অনেক কিছুই আমরা জানিনা এগুলো বেশি বেশি আসলে আমাদের অনেক কিছু সম্পর্কে ধারণা হবে। আপনাদেরকে দেওয়ার মত আমার মেরিট নেই তা না হলে আপনাদেরকে আপ্রেসিয়েট করতাম।
ধন্যবাদ ভাই। আসলেই আমারো অনেক ভালো লাগতেছে। আর খুশির বিষয় হলো, Gazeta'র প্রায় সব টপিক বাংলা ভাষায় ট্রান্সলেট করা হয়ে গেছে। শুধুমাত্র লাস্ট একটা টপিক আছে যেটা Learn Bitcoin ভাই করতেছে। আশা করা যাচ্ছে ২-১ দিনে সেটাও সম্পূর্ন হয়ে যাবে। মনে হইতেছে যে, একটা ধাঁধার শেষ অংশ খুঁজে পাওয়া গেছে।
এই মুহূর্তে নিজস্ব বোর্ডের অভাব বোধ করতেছি। যারা রেগুলার এক্টিভ তারা এই টপিকগুলো পড়লেও নতুনরা/আনএক্টিভ মেম্বাররা পড়ার সুযোগ পাবেনা। টপিকগুলো উপরের পেজে ধামাচাপা পড়ে যাবে।
আমরা একটি প্রশ্ন আর ইচ্ছা ছিল। আমরা যখন নিজস্ব বোর্ড পাবো তখন আমাদের এতো পোস্টগুলো কি হবে? বিশেষ করে, যেগুলো ট্রান্সলেশন পোস্ট বা ইমপোটেন্ট পোস্ট সেগুলো। এগুলো কি মুভ করার ওয়ে থাকবে তখন? নাকি নতুন করে থ্রেড খুলে টপিকগুলো রিপোস্ট করতে হবে। যাই হোক না কোনো, সব ইমপোটেন্ট টপিকগুলো আলাদা আলাদা ক্যাটেগরি হিসেবে সাজাতে চাই। এটা আমার প্লান।