আমি ভাইয়া বুঝতে পেরেছি এখন থেকে আমি প্রত্যেকটি কাজ ভেবেচিন্তে এবং সবকিছু চিন্তা করেই করার চেষ্টা করব আর একটি মানুষ ভুল না করলে কিছু শিখতে পারেনা আমি যেমন একটি ভুল করে অনেক কিছুই শিখলাম এবং আপনাদের সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগতেছে আমি আর পরবর্তীতে কোন ভুল করবোনা এখন যে বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ আমি এই কথারই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যতদূর জানা থাকবে |
আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |
আপনি পোস্ট করার আগে আপনাকে সকল বিষয়ে জানা উচিত ছিল। কিছু না জেনে কখনোই কেউ পোস্ট করতে পারেনা কিছু ধারণা থাকলে তবেই সে পোস্ট করতে পারে, তবে আমার মনে হয় আপনার অবশ্যই ফোরাম সম্পর্কে কিছুটা হলে ধারণা আছে এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে আপনি ভুল করেছেন এটা স্বীকার করা যতটা সহজ কিন্তু এর খেসারত দেওয়া এতটা সহজ নয়, যদি ভবিষ্যতে আপনি আপনার অ্যাকাউন্ট নিয়ে কোন সমস্যার সম্মুখীন হতে হবে এই ছোটখাটো ভুলগুলো সেখানে তুলে ধরা হয়। তাই আপনার পোস্ট করার আগে অবশ্যই বাংলা লোকাল বোর্ডের কিছু নিয়ম অনুসরণ করে পোস্ট করা উচিত ছিল এবং সেগুলো লক্ষ্য করলে আপনি অবশ্যই কখনোই ভুল করতেন না।
https://bitcointalk.org/index.php?topic=631891.msg7033740#msg7033740 আপনার উচিত ছিল এই রুলস গুলো লক্ষ্য করা এবং এগুলো পড়ে ভালো জ্ঞান অর্জন করা তবে আপনি কখনোই ভুল করতেন না।
যাইহোক ভুল মানুষই করে কিন্তু পরবর্তীতে সেই মানুষই পস্তায়, সেজন্য যে কোন কাজ করার আগে কয়েকবার ভাবা উচিত যে এই কাজটি করলে পরবর্তীতে কি হতে পারে।
তবে আপনি যেহেতু আগামী কালকে অ্যাকাউন্টটি খুলেছেন তাই আপনার অবশ্যই ফোরাম সম্পর্কে জানার পর পরবর্তীতে পোস্ট করা উচিত ছিল।
অনেকেই আপনাকে অনেক পরামর্শ দিয়েছে তাই আমি আর পরামর্শ দিতে চাই না তবে আপনাকে বলব ট্রান্সলেট করে এবং কপি পেস্ট করে কখনোই পোস্ট করবেন না এতে আপনার আইডির ক্ষতি হবে এবং আইডি ব্যান হতে পারে। এর আগে অনেকেই দেখা গেছে এরকম কপি পেস্ট এবং ট্রান্সলেট করে পোস্ট করেছেন এবং তাদেরকে এই ফোরাম থেকে নিষিদ্ধ করা হয়েছে সেজন্যই সতর্কের সাথে পোস্ট করুন তবে সফল হতে পারবেন।