আমরা একটি প্রশ্ন আর ইচ্ছা ছিল। আমরা যখন নিজস্ব বোর্ড পাবো তখন আমাদের এতো পোস্টগুলো কি হবে? বিশেষ করে, যেগুলো ট্রান্সলেশন পোস্ট বা ইমপোটেন্ট পোস্ট সেগুলো। এগুলো কি মুভ করার ওয়ে থাকবে তখন? নাকি নতুন করে থ্রেড খুলে টপিকগুলো রিপোস্ট করতে হবে। যাই হোক না কোনো, সব ইমপোটেন্ট টপিকগুলো আলাদা আলাদা ক্যাটেগরি হিসেবে সাজাতে চাই। এটা আমার প্লান।
আপনার প্রশ্নটি আসলে আমি বুঝতে পেরেছি এগুলো সম্পর্কে আমিও ভেবেছি।
যেহেতু আমরা যেসব আলোচনা করতেছি এখানে সবগুলোই পোস্ট তাই এখানে আমি মনে করি না অন্য কোন জায়গায়(বোর্ডগুলোতে) মুভ করা যাবে। কারণ মুভ করা যায় শুধুমাত্র টপিক গুলো কেই।
তবে এখানে যদি আপনি আপনার সেই পোস্টগুলো টপিক আকারে আবার খুলতে চান তাহলে আমি মনে করি টপিক টাইটেল দিয়ে আপনার বর্তমান পোস্ট কে কোট করে দিবেন। অথবা বর্তমান পোস্ট ডিলিট করে উল্লেখ করে দিলেন পূর্ববর্তী পোস্ট এটা ছিল এখন এটা টপিকে পরিবর্তন করলাম যেহেতু পোস্ট মুভ করার অপশন নেই। কারণটা জাস্ট নিচে উল্লেখ করে দেবেন এইসব বিষয়ে।