আমি কিভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমি লাস্ট দুই তিনটা পেজ দেখলাম সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছে। আমি এই পোস্টগুলো পড়ে অনেক উপকারিতা হয়েছি। আপনারা যেইভাবে বাংলা বোর্ডের একটিভ থেকে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ এভাবে পোস্ট করতে থাকলে আমরা খুবই শীঘ্রই ভালো কিছু উপভোগ করতে পারব ।
আপনারা যে টপিক্স নিয়ে আলোচনা করছেন এই ট্রপিক খুবই গুরুত্বপূর্ণ। Learn Bitcoin ভাইয়ের পোস্টি অনেক ভালো লেগেছে আমার কাছে।।
আপনিও এরকম পোষ্ট করা শুরু করে দিন। ইনফরমেটিভ পোস্ট থেকে সবাই কিছু না কিছু শিখবে, তাইতো সেটা ইনফরমেটিভ পোষ্ট। এখন আপনি যেই পোষ্ট টা করলেন সেটা হয়ে গেলো সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার মতো। অফিসের বসকে পাম দিয়ে বেতন বাড়িয়ে নেয়ার মতো। এভাবে ভালো লাগার পাশাপাশি যদি আপনিও আপনার মতামত শেয়ার করতেন, তাহলে এই পোষ্ট টা ট্র্যাশ মনে হতো না। কিন্তু আপনার পোষ্ট টা এখন একটা ট্র্যাশ মনে হচ্ছে। একটু বেশি তেতো হয়ে গেলো? আচ্ছো গেলে গেছে। আমার যা মনে হলো সেটাই বললাম।
রস তাই বলেছেন-
How was I given 2 life sentences plus 40 years? Am I a cat with 9 lives? I am a human being. I have but one life, and that alone is too much to take.
আমাকে কিভাবে দুইবার যাবজ্জীবন এবং আরো ৪০ বছর কারাদন্ড দেয়া হয়েছে? আমার কি বিড়ালের মত ৯ বার জন্ম হবে? আমি মানুষ, আমার শুধু একটাই জীবন রয়েছে এবং সেটা কেড়ে নেয়াটাই অনেক বড় কিছু।
রসের মুক্তির জন্য পিটিশনে অনেকেই সাপোর্ট করেছে কিন্তু মুক্তি মেলেনি। রস এখনো আশাবাদী সে একদিন মুক্তি পাবে। সে মনে করে মিরাকল ঘটবে এবং তার মুক্তি মিলবে একদিন।
বিচারক নাকি তাড়াই হয় যাদের সু-বিচার করার ক্ষমতা অনেক। কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, সেগুলো যারা যতো ভালো জানেন, তারা ততো ভালো বিচারক। শুধু রসের ক্ষেত্রে নয়, আমি বিভিন্ন সময় শুনেছি মানুষকে ৫০০ বছর ১০০০ বছর জেল দেয়া হয়। যদিও সবাই জানে যে এখনকার মানুষ ১০০ বা ১৫০ বার তার কিছু বেশি সময় বাচতে পারে। তাহলে এতা শত শত বছর কারাদন্ড দেয়ার কি মানে হয়? এর চাইতে এক কথায় আমৃত্যু কারাদন্ড দেয়াই ভালো নয় কি?