Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 28/09/2023, 15:17:53 UTC
সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTC - 10 merit: বাংলা থ্রেড এর জুলাই ২০২৩ মাসের মান্থলি রিপোর্ট


আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।

এই বিষয়টা আমারও মাথায় ছিল। আমি এটাকে পুনরায় সংশোধন করে সাবমিট করতেছি। ধন্যবাদ ভাই, আপনাদের সহযোগিতা পেলেই আমি প্রতি মাসেই আমাদের এই বাংলা থ্রেডেই ভালো ভালো পোষ্টের লিঙ্ক শেয়ার করব।