Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: কিছু পোস্ট
by
Learn Bitcoin
on 29/09/2023, 11:54:33 UTC
⭐ Merited by Little Mouse (1)
আমি একটা আলাদা ভাবে কথা বলতে চাই জানি না আমার যুক্তিটা কেমন হবে। এমনও হতে পারে অনকেই পোস্ট দিতে চাইবেন, নির্দিষ্ট করে দেওয়াটা এই বিষয় টা কেমন হবে? মানে এমন ব্যক্তি নির্দিষ্ট করে দেন যে ভালো মানের পোস্ট গুলো চিহ্নিত করতে পারবে, নিয়মিত এক্টিভ থাকে। আপনারা যারা সিনিয়র তারা বিবেচনা করতে পারেন।

ভালো কথা বলেছেন। সবার সব আইডিয়া থাকে না। পোষ্ট জাজ করার জন্য অবশ্যই ভালো আইডিয়া থাকা জরুরী। আমি একটা পোষ্ট এর সাথে একমত মানেই যে পোষ্ট টা ভালো, আমি একমত না বলে পোষ্ট টা খারাপ, ব্যাপারটা এমন নয়। মাসে শেষে কে পোষ্ট গুলো একসাথে করবে সেটা আপনারাই ডিসাইড করে দিলে ভালো হবে। আপনাদের কারো সমস্যা না থাকলে সামনের মাসে আমি করতে পারি, অথবা আপনারা কাউকে মনোনীত করতে পারেন।


PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?