এরা করলে নিউজ হয় আর আমরা করলে জেল। ওয়েলকাম টু বাংলাদেশ।

ভাই আমরাও ফ্রিল্যান্সিং করি কিন্তু আমাদের টা অক্ষির অগোচরে এবং তাদের টা অক্ষির সামনে।
অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন। যদিও এটা সাময়িকভাবে তাদের ইনকামের উপর নেতিবাচক প্রভাব পড়বে তবুও এটি তাদের জন্য এটি একটি বৈধ স্ট্যাটাস।
কিন্তু আমাদের টা আমরা প্রকাশ্যে জাহির করতে পারিনা। সরকার আপাতত আমাদের ইনকামকে বৈধতা দেবে না।