Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 30/09/2023, 03:06:11 UTC
আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে।

সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।

1. @2Pizza410000BTCলোকাল বোর্ডের পোস্ট - 10 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62729101#msg62729101

2. @Fuso.hpবড় দুইটা বিনিয়োগ সাইট সরাসরি স্কাম - 9 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62731232#msg62731232

3. @DYING_S0UL - কি ঘটে যখন আপনার ব্যক্তিগত পরিচয় চুরি হয়? - 8 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62679075#msg62679075

4. @Bd officer - বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি - 7 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62755795#msg62755795

5. @Learn Bitcoin - ক্রিপ্টো নৈরাজ্যবাদী ফতোয়া - পড়া উচিৎ - 7 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62750858#msg62750858

6. @Learn Bitcoin - সরকার ট্রেডারদের পেছনে লেগেছে - 6 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62698898#msg62698898

7. @DYING_S0UL - PGP নিয়ে ফিল জিমারম্যানের চিন্তা - পড়া উচিত - 6 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62755106#msg62755106

8. @Learn Bitcoin - ক্রিপ্টো vs সরকারের বানানো ডিজটাল মুদ্রা - 5 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62712987#msg62712987

9. @DYING_S0UL - বিটকয়েন বাঁচাও ইউক্রেন বাঁচাও - 5 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62707133#msg62707133

10. @Bd officer - ঘটতে পারে ডলারের পতন: স্বর্ণ, রুপা ও বিটকয়েন কিনে রাখার পরামর্শ - 4 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62705169#msg62705169


পরের তিনটা পোস্ট মেরিটেরিয়াস কিন্তু তুলনামূলক কম মেরিট অর্জন করেছে। এই পোস্ট তিনটায় আরও মেরিট হওয়া উচিত ছিল।

11. @LDL - ফুল মেম্বাররা সকল সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সুযোগ পায় - 3 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62669191#msg62669191

12. @2Pizza410000BTC - বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি - 3 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62660688#msg62660688

13. @Talevin1234 - অনেক মানুষই আছে জেনেশুনে থার্ড পার্টি অ্যাপসে ইনভেস্ট করে - 2 merit: https://bitcointalk.org/index.php?topic=631891.msg62694699#msg62694699


আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই @Learn Bitcoin ভাই এবং @DYING_S0UL ভাইকে। কারণ তারা আমাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে এসেছে। যা একজন লিজেন্ডারি রোমানিয়ান মেম্বার @GazetaBitcoin ভাইয়ের পোস্ট কনভার্ট করার মাধ্যমে।

বিটকয়েনটক বাংলাদেশ লোকাল থ্রেডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ভালো ভালো পোস্ট করার জন্য উৎসাহিত করছি। এই পোস্টে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বাংলা কমিউনিটিতে কনস্ট্রাক্টিভ ও উপকারী পোস্টগুলো ক্যাটাগোরিভিত্তিক সাজানোর আইডিয়াটি কিন্তু আমরা @roksana.hee এই ভাইয়ের কাছ থেকে পেয়েছি। তাই তাকে আমি আইডিয়ার অগ্রদূত হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনেক সময় ক্লাসের সবচেয়ে দুর্বল মেধাবী ছাত্রদের কাছ থেকেও আমরা ভালো কিছু শিখতে পারি এটাই সেই উদাহরণের প্রমাণ। আমরা হয়তো তাকে এখন মূল্যায়ন করছি না যখন আমরা এই ক্যাটাগরি ভিত্তিক আইডিয়াটা পরবর্তীতে এই কমিউনিটিতে কাজে লাগাবো তখন এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। যাহোক আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি তুর্কি, ইন্দোনেশিয়ান, রাশিয়ান , নাইজেরিয়ান ইত্যাদি লোকাল বোর্ড গুলোতে খেয়াল করি তাহলে আমরা এই ক্যাটাগরি ভিত্তিক পোস্টগুলো দেখতে পাবো। তারা ভালো ভালো কনস্ট্রাক্টিভ পোস্টগুলো তাদের কমিউনিটিতে শেয়ার করে যা থেকে পরবর্তীতে তারা জ্ঞানমূলক কিছু অনুশীলন শিখতে পারে। আমাদের এই আইডিয়াটা কাজে লাগালে আমরা হয়তো আমাদের কমিউনিটিকে আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো।

@roksana.hee  অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এরকম আরো মূল্যবান আইডিয়া দিয়ে ফোরামের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা কামনা করছি।