আপনার আইডিয়াটা তো ঠিকই আছে, তবে এই আইডিয়া আমাদের থ্রেড এ কাজে লাগাতে গিয়ে আবার নতুন করে ঝামেলা পাকায় কি না, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। সবাই বলবে আমার অল্ট একাউন্ট নাই, কিন্তু তলে তলে অনেকেরই আছে। এমনিতেই তো আমাদের থ্রেড এ মেরিট এবিউজ হওয়ার এলিগেশন লেগে থাকে, আবার এটা করতে গিয়ে নতুন কোনো ঝামেলা বাড়ার সম্ভাবনাও আছে।
এ জন্যই তো স্ট্রিক্ট রুলস লাগবে। এমন কিছু রুলস থাকতে হবে যার ফলে কেউ যেন মেরিট এবিউজ করতে না পারে। ধরেন পুরনো আইডি ছাড়া নতুন আইডি তে মেরিট আদান প্রদান করা যাবে না। মিনিমান র্যাংক একটা সেট করতে হবে। লিমিটেড মেরিট সেন্ড এর একটা রুলস যেমন এক পোস্ট এ একজন সর্বচ্চ ২-৩ টি মেরিট দিতে পারবে এমন। আর আমরা সকলে করলে সেখানে কোনো ঝামেলা হবার কথা নয়। ঝামেলা তখনই হয় যখন ২/৩ টা একাউন্ট একজন আরেকজন এর সাথে মেরিট আদান প্রদান করে।
অনেক কিছু ভেবে চিন্তে আইডিয়া টা উপস্থাপন করলাম। কিছু অতিরিক্ত সমাধান যদি আপনাদের মাথায় আসে তাহলে জানাবেন।