পোস্ট এর কোয়ালিটি ম্যাটার তো আছেই তবে কেউ যেন মাল্টিপাল একাউন্ট করে এইটার এডভান্টেজ নিতে না পারে তার জন্য এই রুলস।
আমার কাছে ১2 টা sMerit আছে। চাইলে শুরু করতে পারেন। এই বিষয়ে মতামত দেন, যদি আইডিয়া টা ভালো হয় তাহলে শুরু করব।
আপনার আইডিয়াটা তো ঠিকই আছে, তবে এই আইডিয়া আমাদের থ্রেড এ কাজে লাগাতে গিয়ে আবার নতুন করে ঝামেলা পাকায় কি না, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। সবাই বলবে আমার অল্ট একাউন্ট নাই, কিন্তু তলে তলে অনেকেরই আছে। এমনিতেই তো আমাদের থ্রেড এ মেরিট এবিউজ হওয়ার এলিগেশন লেগে থাকে, আবার এটা করতে গিয়ে নতুন কোনো ঝামেলা বাড়ার সম্ভাবনাও আছে।
PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের সকলের জানা উচিত। এইটার বিস্তারিত গাইডলাইন এবং কেন প্রয়োজন সেটা নিয়ে লিখতে পারেন। আশা করছি অল্প কিছু মানুষ হলেও এইটা নিয়ে আগ্রহী হবে।
ধন্যবাদ ভাই। যেহেতু আমি উইনডোজ ইউজার, আপাতত উইনডোজ এ কিভাবে ব্যাবহার করবে, সেটার স্ক্রিনশট সহ বিস্তারিত একটা পোষ্ট লিখবো। তবে পোষ্ট খুব বেশি ডিপ ডিটেইলস হবে না, কারন আমি নিজেই নতুন শিখেছি। তবে এর কনসেপ্ট টা আমার কাছে ইন্টারেষ্টিং মনে হয়েছে।