Post
Topic
Board Other languages/locations
Re: কিছু পোস্ট
by
DYING_S0UL
on 01/10/2023, 14:25:08 UTC

তাছাড়া বর্তমানে অনেক ম্যানেজার জন্ম নিয়েছে নতুন যারা হান্টারদের সাথে কেলেঙ্কারি করার উদ্দেশ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে এবং যদিও প্রজেক্ট থেকে তাদের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু হান্টারদের পেমেন্ট দেয় না, তাদের কাজ করা থেকে বিরত থাকুন যে সকল ম্যানেজাররা পেমেন্ট করে তাদের কাজ করুন।

ভাই ওনার কথায় ও যক্তি আছে। বেশিরভাগ ম্যানেজার ফান্ড এসক্রো না করেই বাউন্টি পরিচালনা করে। তারা নিজেদের পারিশ্রমিক পেলেই ক্যাম্পেইন রান করে দেয়। তারপর বাউন্টি হান্টার রা জাহান্নামে যাক। এরকম একটা ভাবে থাকেন ওনারা। সবাই এক না। তবে বর্তমান কন্ডিশন এরকমই। আর বাউন্টি হান্টারগুলাও দুধে ধোয়া তুলশিপাতা না। তারা একটা ক্যাম্পেইনে ৫-১০ টা আইডি নিয়ে ঢুকে পরে। বাংলা ভাষায় খাবলা খাইতে চায় আরকি।
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পড়ে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়।

আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার  এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।