Post
Topic
Board Other languages/locations
Re: সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
by
BD Technical
on 02/10/2023, 04:02:04 UTC
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এ মাসের পোস্ট  এবং মেরিট একটিভিটি  তুলে ধরলাম  দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের থেকে এ মাসে  পোস্ট একটিভিটি  খুব একটা না বাড়লেও  মেরিট  পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে।
যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা যারা এই কাম ব্যাক করার জন্য কন্ট্রিবিউট করেছেন।  সামনের মাসে আরো বেশি উন্নতি দেখতে চাই।  Grin

সেপ্টেম্বর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 391টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 214টি



আগস্ট মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 372টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 146টি



প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [40]
2. DYING_S0UL [38]
3. Subbir [36]
4. Crypto Library [21]
5. Bd officer [18]
6. Z_MBFM [18]
7. roksana.hee [18]
8. HelliumZ [17]
9. Little Mouse [16]
10. Shishir99 [15]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  

  এ মাসে যারা সেরা দশজনের মধ্যে আছেন তাদের জানাই অভিনন্দন। আর সামনের মাসের সেরা দশজনের মধ্যে আমি নিজে থাকার চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।
আর আমাদের বাংলা থ্রেডটিকে এভাবেই এগিয়ে নিয়ে যান আমরা বিশ্ব দরবারে আমাদের থ্রেডটিকে আরো বড় অবস্তানে নিয়ে যেতে চাই।

সবাই ভালো কিছু শিখবো এখান থেকেই, আর বড় ভাইদের সাহায্য ছাড়া এতদূর আশা সম্ভব হত না। সকল বড় ভাইদের জানাই অভিনন্দন এবং ভালোবাসা।