সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এ মাসের পোস্ট এবং মেরিট একটিভিটি তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের থেকে এ মাসে পোস্ট একটিভিটি খুব একটা না বাড়লেও মেরিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে।
যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা যারা এই কাম ব্যাক করার জন্য কন্ট্রিবিউট করেছেন। সামনের মাসে আরো বেশি উন্নতি দেখতে চাই।
প্রথম দশজন পোস্টদাতা
5. Bd officer [18]
গতমাসের তুলনায় এই মাসে ভালোই উন্নতি হয়েছে অনেক ভালো লেগেছে। আমি এই মাসে বেশি পোস্ট করি নি, তবুও ৫ নাম্বারে রয়েছি অনেক ভালো লেগেছে। এই মাসে আরো বেশি পোস্ট করার চেষ্টা করবো।
তবে সামনে অপেক্ষায় থাকতে হবে ২০২৪ সালের মাঝামাঝি তে আশা করছি ভালো কিছু পাবো। তাই কেউ দৈর্য না হারিয়ে অপেক্ষায় থাকুন।
ধন্যবাদ।
সামনে বছর ভালো হবে কিনা তা নিশ্চিত নয়। তবে আশা করা যায় হতেও পারে বিটকয়েনের দাম ২০২৪ সালে বৃদ্ধি হবে। ২০১৯-২০২১ সালে যারা বাউন্টি করেছেন তারা অনকেই বাউন্টির টাকা দিয়ে অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয় এখন যে ম্যানেজার গুলো আছে প্রায় নতুন ম্যানেজার বেশিরভাগ বাংগালী ম্যানেজার। নতুন ম্যানেজার বাউন্টি গুলো কি দেখে পরিচালনা করে যে সাকসেস হয় না? যারা বাউন্টি করেন ভালো প্রফেশনাল ম্যানেজার বাউন্টি ব্যতীত বাউন্টি না করাই ভালো। Little mouse, Hhampuz, Royse777 মতো প্রোফেশনাল ম্যানেজার বাউন্টি পরিচালনা করলে বাউন্টি হান্টারদের আস্থা থাকে বাউন্টি সাকসেস হবে কিছু টাকা পাবে। যাইহোক বাউন্টি প্রোজেক্ট বর্তমানে ভালো না এই কারনে প্রফেশনাল ম্যানেজার বাউন্টি পরিচালনা করে না। তারা যখন বাউন্টি পরিচালনা করবে তখন বাউন্টি করে ভালো ইনকাম করা যেতে পারে। জানি না আবার কবে থেকে প্রফেশনাল ম্যানেজার বাউন্টি আনবে। ২০২৪ সালে হালভিং ডে ২০২৪-২৫ সালে মনে হয় বাউন্টি হান্টার ভালো ইনকাম করতে পারবে। আবার সন্দেহ লাগে বাউন্টি হান্টার যে পরিমানে বেড়ে গেছে ২০১৯-২১ সালে যে পরিমানে ছিলো মনে হয় ৮০% বেড়ে গেছে। যে টা যায় সে জিনিস আর কখনো ফিরে পাওয়া যায় না। আগের মতো আর কখন বাউন্টি প্রজেক্ট আশা করা যাবে না। কেউ আর ২-৩ হাজার ডলার করে পাবে না, সেই ৫-১০ ডলার করে ইনকাম করতে পারবেন।
সতর্কতা : BD Technical ভাই আপনি একাধারে একসারিতে পর পর দুটি পোস্ট করেছেন এটা ফরমের নিয়ম করা উচিত না। আপনি এডিট করে উপরের পোস্টে এড করে রাখতে পারতেন। এর পরবর্তীতে এমন পোস্ট করার চিন্তা করলে আপনি এক পোস্টে এডিট করে যোগ করে দিবেন।। ধন্যবাদ।।