প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [40]
জুন ২০২৩ মাস থেকে শুরু হলো, তারপর পর পর ৪ মাসে টপ পোষ্টার হলাম, অলটাইম পোষ্ট এর দিক থেকে ৩য় স্থানে চলে আসছি

তারপর বলেন, প্রতিদিন কমপক্ষে ১ টা পোষ্ট লোকাল থ্রেড এ করার আইডিয়াটা কেমন ছিলো? পুরো মাসের টার্গেট কে সপ্তাহে ভাগ করে, সেটা দিন আকারে নিয়ে শুরু করে দিলে, মাস শেষে টারগেট এচিভ করা অনেক সহজ হয়ে যায়। আমার ক্ষেত্রে আমি এটাই করার চেষ্টা করেছি। খুব ভ্যালুয়েবল কিছু এড না করতে পারলেও, অন্তত নিজের মতামত গুলো শেয়ার করার চেষ্টা করি। এতে করে নিজের একটিভিটির পাশাপাশি অন্যদের একটিভিটিতে একটু অবদান রাখা যায়। যাই হোক, সবাইকে উৎসাহ প্রদান করবো নিজের সাধ্যমতো একটিভ থাকার জন্য।