Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 06/10/2023, 09:39:57 UTC
⭐ Merited by hugeblack (1)
খেলাধুলার ব্যাপারে পোস্ট করায় সবাই কনসার্ন দেখছি। এটা যেহেতু একটা থ্রেড, এখানে কিন্তু কোনো কিছুই অফ টপিক নয়। এখানে আলোচ্য যেকোনো ব্যাপারে ডিসকাশন হতে পারে। তবে যেহেতু এটা ক্রিপ্টো ফোরাম, এখানে ক্রিপ্টো নিয়েই থাকা ভালো। তার মানে কিন্তু এই নয় যে কেউ খেলাধুলা নিয়ে পোস্ট করতে পারবে না। বাংলাদেশের যদি আলাদা সাব বোর্ড থাকতপ, সেখানে কিন্তু গ্যাম্বলিং এর আলাদা যায়গা থাকতো, যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরে সীমাবদ্ধ, আর আমি চাচ্ছি আমার লোকাল দের নিজের ভাষায় আলোচনা করতে, এখন আমি কোথায় পোস্ট করবো? সুতরাং এভাবে কাউকে নিষেধ না করাই ভালো মনে করি।
আসলেই ভাই, খেলাধুলা বিষয়টি নিয়েও আলোচনা করা প্রয়োজন আমাদের লোকাল বোর্ডে খেলাধুলার ব্যাপারে আলাদা করে কোন টপিক তৈরি করার মত সিস্টেম নেই তাই লোকাল পড়ে এখানেই পোস্ট এবং আলোচনা করবে এটাই স্বাভাবিক। যেহেতু আমাদের বাংলাদেশ এই আইসিসি ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে এবং তারা খেলতেছে সেক্ষেত্রে লোকেরা গেম্বলিং নিয়ে কয়েকটি পোস্ট করবেই। তাছাড়া সারা বছরই তো আর এই খেলা নিয়ে পোস্ট করে না এটাও আমাদেরকে বুঝতে হবে মাত্র কয়েকদিন তারপর আর কেউ এই খেলাধুলা নিয়ে আলোচনা করবেন। যতদিন বিশ্বকাপে আমাদের বাংলাদেশ টিকে থাকবে ঠিক ততদিনই দুই একজন ব্যক্তি ক্রিকেট খেলা নিয়ে পোস্ট করতে পারে কিন্তু এ বিষয়ে তাদেরকে মানা করা ঠিক হবে না। তাছাড়া যদি আলাদা একটি বোর্ড থাকত আমাদের বাংলাদেশের জন্য তবে টপিক তৈরি করা যেত কিন্তু আলাদা করে কোন জায়গা নেই সেজন্য এখানে পোস্ট করতে হয়। তাছাড়া অনেক লোকাল বোর্ড তাদের দেশের খেলা নিয়ে পোস্ট করে এবং সেখানে আলোচনা করে এটা আলোচনা করলে কোন খারাপ প্রভাব পড়ে না তাদের উপর। তাছাড়া পাকিস্তান বোর্ডে অনেক খেলা নিয়ে আলোচনা হয় কিন্তু সেখানে কোন নিষেধ করা হয় না তাই আমি মনে করি খেলাধুলা নিয়ে আমাদের বোর্ডে আলোচনা করলেও কোন সমস্যা হবে না। তাই আমরা খেলাধুলা নিয়েও আলোচনা করতে পারি যেহেতু আমাদের বাংলাদেশ একটি সাংস্কৃতিক দেশ যেখানে অনেক খেলাধুলা প্রচলন রয়েছে এবং সারা বিশ্ব জানে বাংলাদেশের অনেক জনপ্রিয় খেলা আছে সেগুলো নিয়ে আলোচনা করলে কোন সমস্যা হবে না। তাই আমরা যতদিন ক্রিকেট খেলা রয়েছে বিশ্বকাপের এতদিন অবশ্যই খেলাধুলা নিয়ে আলোচনা করতে পারি এতে কোন না করাটাই ভালো হবে।
আপনি ঠিক বলেছেন ভাই আসলেই সকলে আলোচনা করবে এখানে নিষেধ প্রয়োজন নেই যার ইচ্ছা সে অবশ্যই খেলাধুলা নিয়ে আলোচনা করবে এটা সবার জন্যই ভালো হবে।