Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Experts Writer
on 06/10/2023, 17:05:46 UTC
<..........>
তবে সাহায্য তো অবশ্যই ভালো কিছুর জন্য হতে হবে খারাপ কিছু করে সাহায্য চাইলে আপনি সাহায্য নাও পেতে পারেন। যেমন স্ক্যামিং, স্পামিং, ইত্যাদ করা যাবে না। সব সময়ই ভালো মানের ইনফরমেটিভ পোস্ট করবেন তাতে আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পোস্টে সাড়া দেওয়ার জন্য। আমি সব সময় চেষ্টা করবো ভালো কিছু করার । আপনার কথায় যুক্তি আছে কেননা মানুষ বর্তমান সময়ে খারাপ কাজ বেশি করে থাকে ।আপনি আমার ওপর আস্থা রাখতে পারেন । আমি সব সময় ভালোর দিকেই অগ্রসর হব ,খারাপের দিকে নয়। আমি স্ক্যামিং সম্পর্কে অনেক তথ্য জানি যেমন : স্ক্যামিং কি ।কিন্তু স্প্যামিং সম্পর্কে ধারণা নেই । যদি কেউ বলেন স্প্যামিং কি ? তাহলে অনেক উপকৃত হবো।