Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
hollowdoor
on 07/10/2023, 17:57:40 UTC
আমি আসলে তাদেরকে দোষ দিতে চাই না দোষটা আসলে আমার মানে আমাদের বিগত কয়েকদিন যাবত লোকাল থ্রেডে পোস্টই করা হয় নাই এইসবের কারণে।  পোস্ট দেখে জাস্ট পড়ে যাওয়াটা কে ভালো মনে করছি। নিজেকে দোষী মনে হইতেছে কারণ নিজেই ভাল কোন কিছু শেয়ার করতে পারি নাই এখানে। Roll Eyes
আসলে এই সব পোস্ট যে করা যাবে না এমনটা বলতেছি না,  কারণ  আমাদের বাংলাদেশের যদি লোকাল বোর্ড থাকতো তাহলে হয়তো  এগুলোর জন্য আলাদা আলাদা বোর্ডই থাকতো। 
যাইহোক আপনাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে ভাই করেন  কিন্তু মাঝেমধ্যে  বিটকয়....
ভাই আপনাদের সাথে জয়েন হলাম।
দোয়া আর সাপোর্ট প্রত্যাশি।
আমার একাউন্টটি অনেক পুরনো কিন্তু ব্যবহার করা হয় নাই।
এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ