আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না।