P2P/Peer2Peer/Person2/Person যাই বলুন না কেন এই ক্ষেত্রে প্রাইভেসি নেই বললেই চলে। এক্ষেত্রে আপনার বায়ারের সাথে আমি যেভাবে লেনদেন করেন না কেন তার একটা ডকুমেন্ট দুজনের কাছেই থেকে যায় এক্ষেত্রে যদি আপনার বায়ারকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আপনার আমার তথ্য অতি সহজেই বের করতে পারবে। তাছাড়া বায়ার এতোও ভালো মানুষ নয় যে আইনের আওতায় আসার পরও সে অন্যের তথ্য গোপন করে রাখবে।

সাধারণত কুকয়েনের মাধ্যমে P2P ডলার সেল করর থাকি। P2P লেনদেন হিস্টরিতে আমার কোন সেরকম তথ্য দেখতে পেলাম না, এমন কি আমার নগদ বা বিকাশ নাম্বার আমার p2p হিস্টোরিতে দেখতে পেলাম না। হয়তো বায়ারের p2p হিস্টোরিতে আমার নগদ একাউন্ট নাম্বার থাকতে পারে। বায়ার আমার আপনার ব্যক্তিগত তথ্য কখনো বের করতে পারবে না। বায়ার একটা বিষয়ে আপনাকে আমাকে আইনের লোকের কাছে তথ্য ফাঁস করে দিতে পারবে, শুধু নাম্বারে লেনদেন মেসেজ উপর ভিত্তি করে। আরও কি কোন পদক্ষেপ নিতে পারবে বায়ার যা আমাকে আপনাকে আইনের লোকের কাছে ধরিয়ে দিতে পারবে?
আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত কোন ঝামেলায় জড়িত হইনি। আল্লাহ যেন ক্রিপ্টো লেনদেন কাউকে কখনো কোন বিপদে না ফেলেন। আমাদের সকলেই সতর্কতা অবলম্বন করে চলতে হবে।