Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 11/10/2023, 04:12:08 UTC
পি টু পি লেনদেন সিস্টেম চালু হওয়াতে মানুষ এখন থার্ড পার্টি লেনদেন মোটেও পছন্দ করে না। যেহেতু মুহূর্তের মধ্যে পি টু পি লেনদেন সম্পূর্ণ করা যায় তাই এই লেনদেন ব্যবস্থা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

থার্ড পার্টির সাথে লেনদেন করাটা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। কারণ আপনি চেনেন না জানেন না এমন একজনকে যদি আপনি আপনার ডলার পাঠিয়ে দেন সেল করার জন্য তাহলে সে আপনার ডলার মেরে দিতে পারে। তবে সবাই এরকম করে না তবে কিছু কিছু মানুষ আছে যাদের জন্ম হয়েছে চুরি করার জন্য বা স্কাম করার জন্য। অন্যদিকে বিন্যান্স এর পিটুপি লেনদেন করাটা খুবই সহজ এবং অতি দ্রুত ডলার থেকে টাকায় কনভার্ট করা যায় যার জন্য এটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষ অত্যধিক পরিমাণে এখন এই বিনাঞ্চের পিটুপিতে তাদের ডলার ক্রয় এবং বিক্রয় করে থাকে।