@DYING_S0UL যেহেতু আমি KuCoin এক্সচেঞ্জে একাউন্ট করেছি তাই আমি এই এক্সচেঞ্জ নিয়েই আপনাকে ধারণা দিচ্ছি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবেন করার পরে Main Wallet থেকে আপনাকে ট্রেড এই স্থানে নিতে হবে এবং সেখানে আপনি যেকোন স্টেবল কয়েনের রূপান্তর করতে পারেন।
আমিও সহজ ভাবে কিছু এড করে দেই। কু-কয়েনে btc বা যে কোন কয়েন ডিপোজিট করা হলে সরাসরি funding account আসে ট্রেড করার জন্য প্রথমে অবশ্যই funding account থেকে ট্রান্সফার করে Trading account নিতে হবে। তা না হলে ট্রেড করতে পারবেন না। ট্রেড করা ছাড়াই P2P সরাসরি BTC সেল করা যায়, কিন্তু রেট কম পাওয়া যায় তাই ট্রেড করে BTC থেকে USDT করে নিলে ভালো হয় রেট বেশি পাওয়া যায়। কু-কয়েনে আপনি মাত্র ৫ টি কয়েন p2p লেনদেন করতে পারবেন। যেমন USDT, BTC, USDC, KCS, ETH, এই কয়েন ব্যতীত p2p সেল করা যায় না। যেমন ধরে নিন আপনার কাছে matic আছে আপনাকে ট্রেড করে USDT করতে হবে। যাইহোক বাইন্যান্সে মনে হয় অনেক গুলো কয়েন p2p লেনদেন করতে পারবেন, ku coin এর চেয়ে অনেক বেশি।
আর একটা বিষয় হচ্ছে আপনি যদি p2p লেনদেন করেন USDT এর জায়গায় USDC সেল করেন তাহলে অবশ্যই দাম অনেক কম। সেজন্য আপনি বেশি রেটে সেল করতে চাইলে usdt তে কনভার্ট করে নিন তাহলে অবশ্যই ভালো দাম পাবেন। BTC, ETH, KCS, USDC, এইগুলাতে সেল করলে সব সময় রেট কম থাকে যার কারণে আপনার টাকার পরিমাণ তাই আপনি ট্রেডিং অথবা কনভার্ট করে ইউএসডিটি তৈরি করে তারপর সেল করুন তবে ভালো রেটে বিক্রি করতে পারবেন আপনার ডলারগুলো।
Kucoin এ Binance এর মতোই সেইম রেট থাকে ডলারের এবং যে কয়েকটি লেনদেন করা যায় পিটুপিতে সবগুলো মূল্যের সাথে Binance p2p এর মূল্যের সাথে কম্পায়ার করে।
Binance এ p2p লেনদেনের জন্য কয়েন অনেকগুলো রয়েছে তাই আপনি সেখানে থাকা যে কয়েন গুলো ডিপোজিট করবে সেগুলো কনভার্ট না করেই লেনদেন করতে পারবেন।
Kucoin এ মোট ৫ টি কারেন্সি রয়েছে p2p লেনদেন করার জন্য, কিন্তু Binance ১০ টি কারেন্সি রয়েছে। Binance and kucoin দুই এক্সচেঞ্জেই p2p লেনদেন দ্রত হয়, এবং আপনি যখন আপনার ডলার সেল দিবেন তার আগে দেখে নিবেন কোন বায়ার সবচেয়ে বেশি ট্রেডিং করেছে, অনেকে আছে অল্প ট্রেডিং করেছে এবং ডলারের রেট অনেক লোভনীয় করে রাখে সেখানে কখনোই আপনার লেনদেন করবেন না করবেন না ঝুঁকি রয়েছে।

