গত সম্ভবত ৩-৪ দিন হবে আমার বাইনান্স একাউন্টে উপরের ওই ছোট করে লেখাগুলো উঠে থাকে ফলে বাইন্যান্স একাউন্টের P2P কোন ট্রেডিং অর্ডার আসে না। আমি বেশ কয়েকবার আমার মোবাইল অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে পুনরায় ইন্সটল করে লগইন করলেও একই সমস্যা থেকে যায়। এটা কি আমার পার্সোনাল কোন সমস্যা কিনা বুঝতে পারছি না। যদি কারো একাউন্টে এরকম লেখা ওঠার পরেও ট্রেডিং করতে পারতেছেন তাহলে আমাকে একটু হেল্প করবেন। তাছাড়া কেউ যদি এর সমাধান জানেন তাহলেই হেল্প করলে খুবই উপকৃত হতাম। বিশেষ করে তিন-চারদিন ধরে আমি একাউন্ট থেকে কোন ডলার সেল দিতে পারছি না। তাছাড়া এই সমস্যাটি কি কোন আপডেট জনিত কারণে হচ্ছে কিনা সেটাও জানতে পারতেছি না। তাই কেউ জানলে আমাকে একটু সাহায্য করবেন।
আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়েছে। যদি আপনার একাউন্ট এর এই সমস্যা সমাধান না হয়ে থাকে তাহলে আপনার একাউন্ট এর ভাষা পরিবর্তন করুন । তাহলেই সব কিছু আগের মত ঠিক হয়ে যাবে ।
প্রথমে প্রফাইল প্রবেশ করুন । সেটিংস অপশন ক্লিক করুন ।তারপর language গিয়ে ভাষা পরিবর্তন করুন। ঠিক হয়ে যাবে।